খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। তবে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়োজন মনে করলে নিজেই ইউপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেবেন।
বৈঠকে স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা একজন স্থায়ী কমিটির সদস্য।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এতে সভাপতিত্ব করেন। বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।