Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: দেশের ১৭ জেলায় নতুন পাসপোর্ট অফিস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে একশ’ সাত কোটি টাকা।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে একনেক সদস্য এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি জানান, লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সুনামগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা ও বরগুনা জেলায় এ নতুন পাসপোর্ট অফিস হবে। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এগুলোর নিমার্ণ কাজ শেষ হবে।
আজকের সভায় ১৭ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নিমার্ণ সংক্রান্ত প্রকল্পসহ সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৭২৭ কোটি টাকা।