খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এবং তা বহাল থাকবে। আইন অনুযায়ীই মানবতাবিরোধী মামলার বিচারকাজ চলছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সুইডেনের বিচার ও অভিবাসনমন্ত্রী মর্গান জোহানসনের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্লগার খুন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।