Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: থ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি ও এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা এবং গুপ্ত হত্যার কারিগর, আশ্রয়দাতা, যোগানদাতা ও তত্ত্বাবধায়ক হিসেবে অভিহিত করেছেন।
মন্ত্রী সোমরার রাতে ৩ দিনব্যাপী শ্রী শ্রী রাজা মদনমোহন ও শ্রী শ্রী গৌর সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা-২০১৬ ধর্মীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
তারাগজ্ঞ উপজেলা সদরে শ্রী শ্রী রাজা মদনমোহন জিউ মন্দির চত্বরে ইসকনের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় ইসকন শাখা এ সম্মেলনের আয়োজন করে।
ইসকন বাংলাদেশের সভাপতি ও পুলিশের সাবেক ডিআইজি এসআর বারোই’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্ত যোগ দেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা নিজের ধর্মে বিশ্বাস করেন তারা কখনো অন্য ধর্মে বিশ্বাসীদের চাপাতি দিয়ে আক্রমণ করতে পারে না।
তিনি বলেন, গুপ্তঘাতক, জঙ্গী ও অন্যধর্মের অনুসারীদের উপর আক্রমণকারীরা মানবতার শত্রু। দেশকে তালেবানের দিকে ঠেলে দেয়ার তৎপরতায় বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের ম“, পৃষ্ঠপোষকতা এবং আশ্রয়-প্রশ্রয়ে দেশে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়েছিল।
ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষতার নীতি সুদৃঢ়ভাবে অনুসরণ করছে এবং আমরা দেশকে আবারো তালেবানের পথে যেতে দেব না।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আরারো উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিচ্ছেন । দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের জঙ্গীবাদ ও গুপ্তহত্যার সকল ষড়যন্ত্র নির্মূল করে বিজয়ী হতে হবে।
রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, তারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানা, শিল্পপতি রাজকুমার পোদ্দার অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃাতা করেন।
পরে তথ্যমন্ত্রী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে ফাতেহা পাঠ করেন। মহহুমের পরিবারের সদস্যগণ ফাতেহায় শরিক হন। মন্ত্রী এখানে লালদিঘি বাজারে এক পথ সভায় বক্তৃতা করেন।