Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: মানবতাবরিোধী অপরাধরে দায়ে মৃত্যুদন্ডরে সাজাপ্রাপ্ত জামায়াতরে আমরি মতউির রহমান নজিামী প্রাণভক্ষিার জন্য আবদেন করনেি বলে জানয়িছেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সরকার তার আবদেনরে অপক্ষো করছ।ে তবে যে কোন সময় রায় র্কাযক্রর করার জন্য প্রস্তুত।
মঙ্গলবার (১০ ম)ে বকিলেে সচবিালয়ে মন্ত্রী তার নজি র্কাযালয়ে সাংবাদকিদরে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলনে, ‘জলেকোড অনুযায়ী নর্দিষ্টি কোনো সময় নইে। তবে দ্রুতই রায় র্কাযকর করা হবে এবং ফাঁসি র্কাযকর করার জন্য সকল ধরণরে প্রস্তৃতি সম্পন্ন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলনে, ‘ফাঁসরি রায়, রভিউি আবদেনসহ সবগুলো আদশেে ফাঁসি বহাল আছ।ে রায়রে পর আমরা (সরকার) একরে পর এক সব আনুষ্ঠানকিতা শষে করছ।ি’
কখন ফাঁসি দয়ো হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলনে, ‘এখন অপক্ষো করছি নজিামীর ক্ষমা চাওয়ার ওপর। যদি ক্ষমা চান তাহলে রাষ্ট্রপতি যে সদ্ধিান্ত দবেনে, তা দ্রুত র্কাযকর হব।ে আর ক্ষমা না চাইলে যকেোনো সময় তা র্কাযকর করা হব।ে’

সোমবার (০৯ ম)ে একাত্তরে বুদ্ধজিীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমরি মতউির রহমান নজিামীর রভিউি খারজিরে রায়রে র্পূণাঙ্গ কপি প্রকাশ করে সুপ্রমি র্কোটরে আপলি বভিাগ। সুপ্রমি র্কোট রজেস্ট্রিাররে দপ্তর থকেে র্পূণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশরে পর সটেি পাঠানো হয় ট্রাইব্যুনাল।ে সখোন থকেে রায়রে কপি যায় ঢাকা কন্দ্রেীয় কারাগার।ে

গত বৃহস্পতবিার (০৫ ম)ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতউির রহমান নজিামীর রভিউি খারজি করে দনে সুপ্রমির্কোটরে আপলি বভিাগ। প্রধান বচিারপতি এস কে সনিহার নতেৃত্বে চার সদস্যরে আপলি বঞ্চে এক শব্দরে এ রায় ঘোষণা করনে। রায় ঘোষণার সময় প্রধান বচিারপতি শুধু বলনে, ‘ডসিমসিড’।

বঞ্চেে আরো ছলিনে বচিারপতি নাজমুন আরা সুলতানা, বচিারপতি সয়ৈদ মাহমুদ হোসনে ও বচিারপতি হাসান ফয়জে সদ্দিকিী। এদকিে রভিউি আবদেন খারজিরে পর পুরোজাতি এখন নজিামীর ফাঁসরি অপক্ষোয়।