খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভেতরের কেউ জড়িত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবি আই)।
আজ মঙ্গলবার দৈনিক পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রিজার্ভ চুরির ঘটনাটি তদন্ত করছে এফবি আই। সংস্থাটির এজেন্টরা তাঁদের তদন্তে প্রমাণ পেয়েছেন, বাংলাদেশ ব্যাংকের অন্তত একজন চাকরিজীবী দুর্বৃত্তদের সহযোগী হিসেবে কাজ করেছেন।
এফবি আই তদন্তে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশের ব্যাপারে হ্যাকারদের সহযোগিতা করেছে আরো বেশ কয়েকজন।
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে ২০ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রিজার্ভ চুরির ঘটনায় যে এক বা একাধিক কর্মকর্তা জড়িত তা এফবি আই তাদের জানায়নি। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে এবং ব্যাংকের কেউ এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদমাধ্যমের সামনে বাংলাদেশের পুলিশ জানায়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত সমবায় প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যানশিয়াল টেলিকমিউনিকেশন, যা সংক্ষেপে সুইফট নামে পরিচিত, এর ভুলের কারণে রিজার্ভ চুরি হয়েছে। এ ছাড়া নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের দিকে অভিযোগের আঙুল তোলে বাংলাদেশ।
এ ব্যাপারে সুইফট একজন আইনজীবীর সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল যোগাযোগ করলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের মুখপাত্র তদন্তাধীন বিষয়ে তদন্ত করতে রাজি হননি।