Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: মানবতাবরিোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদশে জামায়াতে ইসলামীর আমরি মতউির রহমান নজিামী রাষ্ট্রপতরি কাছে প্রাণভক্ষিা চাননি বলে জানয়িছেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার রাতে দ্য রপর্িোট টুয়ন্টেফিোর ডটকমকে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে নজিামীর ফাঁসরি আদশে কারাগারে পৌঁছে গছেে বলওে জানান মন্ত্রী।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দকিে নজিামীর সঙ্গে দখো করতে তার পরবিাররে সদস্যরা ঢাকা কন্দ্রেীয় কারাগাররে ভতেরে যান।

নজিামীর পরবিাররে সদস্যদরে আবদেনরে পরপ্রিক্ষেতিে কারা র্কতৃপক্ষ তার পরবিাররে সদস্যদরে দখো করার অনুমতি দয়ে বলে দ্য রপর্িোটকে জানান নজিামীর অন্যতম আইনজীবী মতউির রহমান আখন্দ।

উল্লখ্যে, বচিারপতদিরে স্বাক্ষর ও প্রয়োজনীয় নর্দিশেনাসহ আনুষ্ঠানকিতা শষেে সোমবার সন্ধ্যায় নজিামীর রভিউি আবদেন খারজি করে দওেয়া রায়রে কপি কারাগারে পৌঁছায়। এরপর নজিামীকে রায় পড়ে শোনায় কারা র্কতৃপক্ষ।