Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, বুধবার, ১১ মে ২০১৬: আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ৪০তম ও নিজেদের দশম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। শ্বাসরুদ্ধকর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টসকে ৪ রানে পরাজিত করেছে তারা। হায়দ্রাবাদ এদিনের ম্যাচে জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্সকে হটিয়ে শীর্ষস্থান অধিকার করেছে।
মঙ্গলবার রাতে মুখোমুখি হয় এ দু’দল। পুনের আসল লক্ষ্য ছিল মুস্তাফিজকে দমন করা। দলের কোচ স্টিফেন ফ্লেমিং ম্যাচের আগেই বলেছিলেন তারা মুস্তাফিজকে খেলার কৌশল অবলম্বন করে ফেলেছেন। তার দিকেই সকল মনযোগ দিয়ে খেলেছেন তারা। মুস্তাফিজকে কোনো উইকেট পেতে না দিলেও দলের অন্য বোলাররা কিন্তু ঠিকই তাদের কাজ করে নিয়েছেন।
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেন ১৩৭ রান। জবাবে সহজ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও পুনের ইনিংস ১৩৩ রানেই থেমে যায়।
হায়দ্রাবাদের ওপেনার দলপতি ডেভিড ওয়ার্নার ১৪ বলে ১১ রান করেই পথ ধরেন প্যাভিলিয়নের। এরপর শেখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন জুটি গড়েন। তাদের জুটি থেকে দলে রান আসে ৪৬। ধাওয়ান ২৭ বলে ৩৩ রান করে বিদায় নিলে উইলিয়ামসন সঙ্গে জুটি গড়েন যুবরাজ সিংয়ের সঙ্গে। দলীয় স্কোর ৯৬ রানে যুবরাজও ব্যক্তিগত ২৩ রানে সাজঘরে ফিরেন। আর উইলিয়ামসন ৩৭ বলে ৩২ রান করেন।
এদিন পুনের হয়ে খেলা অস্ট্রেলিয়ার তরুণ বোলার অ্যাডাম জাম্পা দুরন্ত পারফরম্যান্স করেছেন। তিনি একাই মাত্র ১৯ রান খরচে তুলে নিয়েছেন ৬টি উইকেট। ফলে ম্যাচ সেরার পুরস্কারটিও তিনিই পেয়েছেন। আর ১টি করে উইকেট নিয়েছেন আরপি সিং এবং রবিচন্দ্রন অশ্বিন।
পুনে ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ওপেনার আজিঙ্কা রাহানে ভুবনেশ্বর কুমারের বলে শূন্য রানেই ফিরে যান সাজঘরে। হায়দ্রাবাদের বোলিং দাপটে কোনো ব্যাটসম্যানই তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি। উসমান খাঁজা ব্যক্তিগত ১১ রানে রান আউটের শিকার হন। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন জর্জ বেইলি। এ ছাড়া অধিনায়ক ধোনি করেন ২০ বলে ৩০ রান।
ম্যাচের শেষ ওভারে পুনের প্রয়োজন ছিল ১৪ রান। ক্রিজে ছিলেন ধোনি ও পেরেরা। আশিষ নেহরা শেষ ওভারে বল হাতে আসেন। প্রথম দুই বল থেকে সিঙ্গেল রান আসে পুনের। তবে তৃতীয় বলে নেহরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পেরেরাকে প্যাভিলিয়নের পথ ধরান তিনি। কিন্তু পরের বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ আবার নিজেদের দিকে করে নেন ধোনি। তবে পঞ্চম বলে ভুল করে বসেন ধোনি। ডাবল নিতে গিয়ে রান আউটের শিকার হন। আর শেষ বলে জাম্পা উইকেট রক্ষক নামান ওঝার হাতে বল তুলে দেন। ফলে তাদের ৪ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
এদিন মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও ৪ ওভার বল করে দেন ২৬ রান। আশিষ নেহরা ৩টি উইকেট নেন। আর ভুবনেশ্বরকুমার, বিরেন্দ্রন স্রান ও হেনরিকস ১টি করে উইকেট নেন।
হায়দ্রাবাদ এদিনের ম্যাচে জয়ের ফলে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে। তাদের পরে রয়েছে গুজরাট লায়ন্স ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে। আর ১২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে নেমে গিয়েছে সাকিব আল হাসানের দল কেকেআর (কলকাতা নাইট রাইডার্স)।