খোলা বাজার২৪, বুধবার, ১১ মে ২০১৬: গত টি-২০ বিশ্বকাপ থেকে সময়টা ভাল যাচ্ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আইপিএল সিজন নাইনে বল হাতে ভাল করলেও ব্যাট হাতে যেন সেই সাকিবকে চেনা যাচ্ছিল না। যার কারনে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
ফর্ম ফিরে পেতে ‘গুরু’ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে টিপস নেয়ার জন্য ঢাকায় এসেছেন সাকিব। অবশেষে গুরুর দীক্ষা কাজে লেগেছে।
রানে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গত রোববার গুজরাট লায়ন্সের বিপক্ষে দলের বিপদের মূহূর্তে ব্যাট করতে নেমে ৪৯ বলে চারটি চার ও বিশাল চারটি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। যদিও ম্যাচটিতে তার দল কেকেআর হেরে গেছে ৫ উইকেটে।
ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল সাকিবকে নিয়ে খুশি ‘গুরু’ সালাউদ্দিন। মঙ্গলবার প্রিয় শিষ্যকে নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটের এই কোচ বলেন, ‘ব্যাট হতে রান করাটা আসলে সাকিবের ইচ্ছাতেই হয়