Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, বুধবার, ১১ মে ২০১৬: বুধবার (১১ মে) দেশের ঊভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) দুটি’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবারের তুলনায় বুধবার ডিএসই’তে ১০৮ কোটি ৬৮ লাখ টাকা বা ২৫.২৩ শতাংশ লেনদেন কমেছে। আগের দিনের ৪৩০ কোটি ৭০ লাখ টাকা থেকে কমে বুধবার ৩২২ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে।
এ দিন ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩১৮.৪৫ পয়েন্টে। লেনদেন হওয়া ৩১৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। এ কোম্পানির ২৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলের ১৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। লেনদেনে এরপর রয়েছে— বিএটিবিসি, এমজেএলবিডি, ফারইষ্ট নিটিং, ডরিন পাওয়ার, লিন্ডে বিডি, শাহজিবাজার পাওয়ার, কেয়া কসমেটিকস।
অপর শেয়ারবাজার সিএসইতে বুধবারের লেনদেনে সিএসসিএক্স মূল্যসূচক ১৭ পয়েন্ট কমে ৮০৭৪.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগেরদিন ছিল ১৯ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন হওয়া ২২৭টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির।