Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, বুধবার, ১১ মে ২০১৬: ওয়েস্টহ্যামের মাঠে মঙ্গলবার আতিথ্য নেয় ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এদিনের ম্যাচ খেলতে যেতে কিছুটা দেরি করে ফেলে ওয়েন রুনির দল। আর এতেই বেশ ক্ষুব্ধ হয়ে ওঠে সেখানকার সমর্থকরা। আর আক্রমণ করে বসে ম্যানইউ ফুটবলারদের বাসে।
দেরি করে আসার খেসারত যে এভাবে দিতে হবে তা হয়তো জানতেন না রেড ডেভিলসরা। এদিন সমর্থকদের হামলায় রেড ডেভিলসদের বাসের জানালা ভেঙে যায়। ফুটবলারদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু একজন পুলিশ ও একজন সমর্থক আহত হন। তবে এ কারণে পুলিশ কাউকে আটক করেনি।
এদিকে সমর্থকদের হামলায় খুবই হতাশা প্রকাশ করেন ম্যানইউর ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি।
অন্যদিকে দেরি করার জন্য ম্যানইউর কড়া সমালোচনা করেন ক্লাবটির সহযোগী মালিক ডেভিড সুলিভান। এ রকম পরিস্থিতির তৈরির জন্য তিনি খুবই হতাশ হয়েছেন। তবে তিনি সমর্থকদের এমন কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশও করেন।
সবকিছু শেষে ম্যাচটি নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে শুরু হয়। ম্যাচে ওয়েস্টহ্যাম ৩-২ গোলে জয়লাভ করে।