খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ মে ২০১৬: যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর প্রতিক্রিয়া জানানোয় পাকিস্তানের বিবৃতিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ইসলামাবাদের বিবৃতির প্রতিক্রিয়ায় বুধবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “নিজামী পাকিস্তানের পক্ষে কাজ করেছিল- সেটি বস্তুতপক্ষে স্বীকার করে নিল তারা।” তিনি আরো বলেন, “আমরা আমাদের যুদ্ধাপরাধীদের বিচার করব না- এমন কোনো চুক্তি পাকিস্তানের সঙ্গে হয়নি।”
এ ছাড়াও প্রতিমন্ত্রী শাহরিয়ার পাকিস্তান বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে দাবি করে বলেন, “বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তান ছাড়া বিশ্বে আর কারও কোনো মাথাব্যাথা নেই।”
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার পর আজ বুধবার দুপুরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানায়, যাতে ‘পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখাই নিজামীর একমাত্র অপরাধ’ বলে দাবি করা হয়।