খোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: বাংলাদেশ ও ভুটান জল-বিদ্যুৎ, যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামচো দর্জির মধ্যে থিম্পু নগরীতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠককালে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
এক বার্তায় বলা হয়, ভুটানের পররাষ্ট্র মন্ত্রীর আমন্ত্রণে মাহমুদ আলী দুদিনের সরকারি সফরে ভুটান রয়েছেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দুটি দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
আলোচনায় দুটি দেশের মধ্যে জলবিদ্যুৎ, যোগাযোগ, বিমান চলাচল, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, শান্তিরক্ষা, মানব সম্পদ উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
ভুটানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিগত বছরগুলোতে ভুটানের সর্বক্ষেত্রে চমৎকার অগ্রগতি লাভের প্রশংসা ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী সন্ধ্যায় তাঁর সম্মানে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর দেয়া নৈশভোজে যোগ দেন।
মাহমুদ আলী আগামীকাল ভুটানের রাজা এবং চতুর্থ রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।