খোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: বাংলাদেশের ঈশ্বরদীর রূপপুরে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট ২০২২ কিংবা ২০২৩ সালে উৎপাদন শুরু করবে। ইউনিট দুটির উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট।
শুক্রবার রাশিয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান রোজনারগোতম সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ১৫ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে ১২ দশমিক ৬৬ বিলিয়ন ডলারের চূড়ান্ত চুক্তি করে সরকার।
এর আগে ২০১৪ সালের জানুয়ারি মাসে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা ইস্যুতে মস্কোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দুটি সমঝোতা স্বারক সই হয়।
রাশিয়ার উপ-অর্থমন্ত্রী সের্গেই স্তোরচাক এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রস্তুতিমূলক কাজের অর্থায়নে সহযোগিতা সংক্রান্ত ওই চুক্তিতে সই করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২ অক্টোবর কেন্দ্রটির নির্মাণকাজের উদ্বোধন করেন।এ বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ ভাগ পূরণ হবে।
পাবনার ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমীক্ষা, অবকাঠামো উন্নয়নসহ প্রাক্-নির্মাণ কাজের জন্য ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার সঙ্গে ৫০ কোটি মার্কিন ডলারের চুক্তি করে সরকার। পরে এটি বেড়ে ৫৫ কোটি ডলার হয়। চুক্তি অনুযায়ী এই অর্থের ৯০ শতাংশ ডলার বাংলাদেশকে ঋণ দেবে রাশিয়া। বাকি অর্থায়ন করবে বাংলাদেশ।