Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45kখোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই ক্রিকেটবিশ্ব থেকে নির্বাসিত হয়ে আছে পাকিস্তান। আইসিসির সফরসূচিতে থাকা ‘হোম সিরিজ’গুলো খেলতে হচ্ছে আরব আমিরাতে গিয়ে। সেটাই হয়ে গেছে পাকিস্তানের ‘ঘর’। কিন্তু সেখানে কাক্সিক্ষত মুনাফা অর্জনে ব্যর্থ হয়ে এখন শ্রীলঙ্কাকে নিজেদের নতুন ‘ঘর’ বানাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আরব আমিরাতে নিজেদের হোম সিরিজগুলো আয়োজন করতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, সে তুলনায় মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ফলে অধিক মুনাফার আশায় এখন তাঁরা ঝুঁকছেন শ্রীলঙ্কার দিকে।
সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবির সেই কর্মকর্তা বলেছেন, ‘আমরা বোর্ডে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এ ব্যাপারে আমরা অন্য বোর্ডগুলোর সঙ্গেও কথা বলব। কিন্তু আমরা শ্রীলঙ্কায় গিয়ে হোম সিরিজগুলো খেলার ব্যাপারে চিন্তা করছি।’
এ বছরের শুরুতে ভারতের বিপক্ষে সম্ভাব্য দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সময়ও শ্রীলঙ্কাকে হোম গ্রাউন্ড হিসেবে বিবেচনা করেছিল পাকিস্তান। সে সময় শ্রীলঙ্কাও আগ্রহ দেখিয়েছিল বলে জানিয়েছেন পিসিবি কর্মকর্তা। কিন্তু ভারত সেই সিরিজের ব্যাপারে সম্মত না হওয়ায় সেটা শুধু আলোচনা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ আয়োজনের সময়ও হোম গ্রাউন্ড হিসেবে শ্রীলঙ্কাকে বিবেচনা করতে পারে পাকিস্তান।
২০০৯ সালের পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অনেক চেষ্টা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু বড় কোনো দলই রাজি হয়নি পাকিস্তান সফরে যেতে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শুধু জিম্বাবুয়েই একবার গিয়েছিল পাকিস্তানে, গত বছরের মে মাসে। এ ছাড়া শুধু কেনিয়া ও আফগানিস্তান খেলেছে পাকিস্তানে গিয়ে। এ বছরের ফেব্র“য়ারিতে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএল আয়োজনের সময়ও পাকিস্তানকে যেতে হয়েছিল আরব আমিরাতে।