Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর চেষ্টা করছে পাকিস্তান। এ কারণে দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শাহরিয়ার আলম বলেন, পাকিস্তানের প্রতিক্রিয়া অনেক অনেক বেশি বেদনাদায়ক। তারা শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসির নিন্দা করছে তা নয়। অতিসম্প্রতি কমনওয়েলথের একটি বৈঠকে তারা খালেদা জিয়ার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ নিয়ে পাকিস্তানের বক্তব্য দেওয়ার বিষয়টি বেশি মাথাব্যথার কারণ বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখব। এদিকে বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান শাহরিয়ার আলম।
তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, রাষ্ট্রদূত বাংলাদেশ ছাড়ার আগে আমাদের লিখিতভাবে জানিয়ে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে, তিনি বাংলাদেশের বাইরে যাচ্ছেন এবং তাঁর অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন, সেই কূটনীতিকের নামটাও বলে গেছেন।
তিনি আরও বলেন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াটা অবলম্বন করেছেন। কিন্তু প্রত্যাহার তো হলে বা প্রত্যাহার করে নিলে বলে করা হয় সাধারণত। সেটি তারা করেনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী রয়েছে। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্তের চেয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্র বেশি হচ্ছে।