খোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: সকল অন্যায়-অবিচারের প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, আমরা সবাই একই সমাজে বাস করি। আমরা প্রত্যেকে প্রত্যেককে চিনি। তাই আপনারা কেউ মনে করবেন না, আপনাদের অন্যায়-অত্যাচার-উৎপীড়নের কথা সবাই ভুলে যাচ্ছে। এগুলো লিপিবদ্ধ হচ্ছে। আপনাদের এসব অন্যায়-অবিচারের প্রতিশোধ নেয়া হবে। কেউ রেহাই পাবেন না।
শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা ছাত্রদল আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে শুক্রবার বাদ আছর প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
পিন্টুর মৃত্যুকে ক্ষমতাসীন দলের চক্রান্ত’ বলে মন্তব্য করে রিজভী বলেন, এই সমাজ ও রাষ্ট্র পিন্টুর মতো মানুষদের মেরে ফেলেছে। এর কোনো ব্যাখ্যা ও বিশ্লেষণের প্রয়োজন নেই। দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনারা যদি শুধু মিলাদ-মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকেন এবং সরকারের উৎপীড়ন ও অত্যাচারকে প্রতিহত করার জন্য মনের চেতনাকে জাগ্রত না করেন, তাহলে পিন্টুর মতো আরো অনেক ভাইকে হারাতে হবে। আর আমাদেরও পরিণতি যে কি হবে, সেটা আমরা জানি না। তিনি আরো বলেন, আপনারা যদি শপথে বলীয়ান না হন, তাহলে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকতে থাকতে এক সময় আমরা ফুরিয়ে যাব। রিজভী বলেন, পিন্টুকে চিকিৎসা না দিয়ে রাজশাহী কারাগারের মধ্যেই মেরে ফেলা হয়েছে। বিনা চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেছেন। এই কাজটি যিনি বা যারা করেছেন সেই জেল সুপার ও সরকার মনে করছে, তারা আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন। কিন্তু এটি তাদের ভুল ধারণা।
আলোচনা সভা শেষে পিন্টুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছাত্রদল দক্ষিণের সহ-সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, তরিকুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।