খোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: আসন্ন রমজানে ১৭৪টি ট্রাকে করে সারা দেশে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সংস্থাটির এক কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, ১৭৪টি ট্রাকের মধ্যে ঢাকায় থাকবে ২৫টি, চট্টগ্রামে ১০টি। অন্য বিভাগীয় শহরগুলোতে পাঁচটি করে ট্রাক থাকবে। বিভাগীয় শহর বাদে বাকি ৫৭ জেলার প্রতিটিতে দুটি করে ট্রাক থাকবে।
ওই কর্মকর্তা বলেন, তিন হাজার ৫৪ জন ডিলারের মাধ্যমে সারা দেশে যুগপৎভাবে পণ্য বিক্রি করবে টিসিবি।
সরকারি একটি নথি থেকে জানা যায়, এই ট্রাকগুলোর মাধ্যমে টিসিবি ন্যায্যমূল্যে চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, ছোলা ও খেঁজুর বিক্রি করবে। এ কার্যক্রমে অংশ নেবে টিসিবির কর্মী অথবা সংস্থাটির নিয়োগকৃত ডিলাররা।
টিসিবির একটি সূত্র জানায়, রমজানে বিক্রির জন্য পণ্যগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নির্ধারণ করা হবে।
পণ্য বিক্রির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বিগত বছরগুলোর মতো, রমজানের সময় বাজার স্বাভাবিক রাখতে আমরা এটা করছি। আমরা আশা করছি, এটা (বাজার স্বাভাবিক রাখা) সম্ভব হবে।’