Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: যুদ্ধাপরাধের বিচারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই বিচার নিয়ে কোনো রাষ্ট্রের কথা বলা উচিত নয়।
শনিবার রাজধানীর ধানমণ্ডির বিলিয়া মিলনায়তনে আইন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও তার ব্যবহার নিয়ে এক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেছেন, আমাদের দেশীয় আইনে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে কোনো রাষ্ট্রের কথা বলা উচিত নয়।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের কথা বলা উচিত নয়— এমন মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে পাকিস্তানের মুখ বন্ধ রাখা উচিত।
যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তান জাতিসংঘের দারস্থ হবে বলে শুক্রবার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ইউএনে যাবে— এটা তারা কীভাবে বলে? তারা তো ঘুমিয়ে আছে মনে হয়। কারণ ‘৭৪ সালে যে ত্রিদেশীয় চুক্তি হয়েছিল সেখানে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা হয়েছিল। সেখানে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে পাকিস্তানে ফেরত নিয়ে বিচারের কথা বলা হয়েছিল। কিন্তু তা তারা করেনি।’
আর সে কারণে চুয়াত্তরের সেই চুক্তি কার্যকর রয়েছে কি-না তা নিয়েই সন্দেহ প্রকাশ করেন আইনমন্ত্রী।