Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: কৃষকের সন্তান হয়েও বুয়েটে অধ্যাপনাসহ দেশের সরকারের মন্ত্রী হওয়ার কথা উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তারা তার চেয়ে বেশি করবে বলে আশা করেন তিনি।
ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোজাফফর আহমেদ মিলনাতয়নে আয়োজিত এক আলোচনা সভায় এই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে এলজিআরডি মন্ত্রী বলেন, “কৃষকের ছেলে থেকে আমি একসময় সামাজিক বিজ্ঞান অনুষদের সে সময়কার ভাইবা পরীক্ষাতে সর্বোচ্চ মার্কস পেলাম। একপর্যায় বুয়েটের প্রফেসর হলাম। আমি কৃষকের ছেলে হয়ে যদি এত কিছু করে মন্ত্রী হতে পারি, তবে তোমরা আমার চেয়েও বেশি কিছু করবে বলে আমি আশা রাখি।”
বর্তমান সময়ে অপরাধবিজ্ঞান বিভাগের গুরুত্বের কথা বলতে গিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “ট্রান্সফরমেশনের এই যুগে অপরাধপ্রবণতা বাড়ছেই। অপরাধ ও অপরাধীকে জানতে-বুঝতে অপরাধবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। আশা করি শিক্ষকমণ্ডলীর সহায়তায় অপরাধবিষয়ক গবেষণায় নতুন দ্বার উন্মোচিত হবে।”
অপরাধের মধ্য দিয়েই পৃথিবীতে মানুষের আগমন্- এমন রসিকতার ছলে মন্ত্রী বলেন, “আদম-হাওয়া সেদিন অপরাধ না করলে আমরা আজ এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করতে পারতাম না। মানুষ জন্ম থেকেই অপরাধপ্রবণ। আবার এই অপরাধ নিয়ন্ত্রণের কাঠামোও নির্ধারণ করা আছে।”
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অপরাধের উৎস উদঘাটন করে অপরাধীকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে অপরাধবিজ্ঞান বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, ডিআইজি মনিরুল ইসলাম, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।
অধ্যাপক জিয়াউর রহমানের হাত ধরে ২০১২ সালের ৩০ এপ্রিল অপরাধবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। বর্তমানে ২৫০ শিক্ষার্থী নিয়ে বিভিন্ন গবেষণা কাজে কৃতিত্বের সঙ্গে এগিয়ে চলছে বিভাগটি।