খোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়ার বৃহত্তম যুব সংগঠন মুসলিম ইয়ুথ মুভমেন্ট অব মালয়েশিয়া (আবিম)। এ রায় কর্যকরকেকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে সংগঠনটি।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌক্তিক সাক্ষ্য-প্রমাণ ও কারণ ছাড়াই নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কর্যকর করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মৃত্যুদণ্ড জাতীয় অধঃপতনের লক্ষণ। এর আগে জামায়াতে ইসলামীর তিন নেতাসহ বিরোধী দলের নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এগুলো অন্যায় ও ন্যায়বিচারের পরিপন্থী।
বিবৃতিতে বাংলাদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে বলে উল্লেখ করে আবিম। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের এমন পরিস্থিতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে মালয়েশিয়া সরকারকে।