খোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: গাজীপুরের টঙ্গী থানাধীন পৃথক জায়গা থেকে দুই অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে স্থানীয় লোকজন লাশ দুটি দেখে পুলিশকে খবর দেয়। সকাল ৮টার দিকে টঙ্গী থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, টঙ্গীর এরশাদনগর ও মোল্লাবাড়ী এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।