খোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
‘কোটি কোটি নয়, শত শত কোটি টাকা লুণ্ঠন করছেন এবং দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এর প্রমাণ বিভিন্ন জায়গা থেকে আসছে। আজকে বাংলাদেশের সামনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সত্যিকার অর্থেই এটা অত্যন্ত একটা বড় রকমের রাজনৈতিক, অর্থনৈতিক এবং আজকে বিচার বিভাগ এবং পার্লামেন্টের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সংকট সৃষ্টি হয়েছে, তাতে সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে’, বলেন ফখরুল।
দেশে এখন গণতন্ত্রের লেশ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলছে।
সরকারের উন্নয়নের বিষয়টি মিথ্যা প্রচারণা অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, উন্নয়ন যা কিছু হয়েছে, তা সরকারি দলের নেতাকর্মীদের।