খোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: কারো প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া কিংবা কোনোরকম অভিযোগ ছাড়াই জাতীয় পার্টির তিনটি পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, অ্যাডভাইজার অব দ্য প্রেসিডেন্ট অব ইলেকশন অ্যাফেয়ার্স এবং কনভেনার অব দ্য সেন্ট্রাল কমিটি অব জাতীয় কালচারাল পার্টি- এই তিন পদ থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রেসিডেন্ট বরাবর রিজাইন লেটার পাঠিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছেন। তবে তার আগে প্রেসিডেন্টের মুঠোফোনে তিনি এসংক্রান্ত তিনটি এসএমএসও পাঠিয়েছেন, যা সোহেল রানা নিজের মোবাইলে সংরক্ষিত রেখেছেন। সোহেল রানা বলেন, ‘কারো প্রতি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া কিংবা কোনো রকম অভিযোগ ছাড়াই আমি দলের তিনটি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। প্রেসিডেন্ট আমাকে সবসময়ই আদর করতেন, ভালোবাসতেন। দল থেকে সরে এলেও এর ব্যত্যয় হবে না বলে আমার বিশ্বাস।’ তবে সোহেল রানার রিজাইন লেটারের প্রত্যুত্তরে এখনো জাতীয় পার্টির প্রেসিডেন্ট কিছুই জানাননি।
এ দিকে মাসুদ পারভেজ (সোহেল রানা) নির্দেশিত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘রিটার্ন টিকেট’। তার অভিনীত মুক্তিপ্রতীক্ষিত চলচ্চিত্র কাজী রোজীর কবিতা অবলম্বনে শহীদুল হক খান পরিচালিত ‘আমার পিরানের কোন মাপ নাই’ এবং অপূর্ব রানার ‘ইন্নোসেন্ট লাভ’।