Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: ভারতের সীমান্তে সেনা ও সমরাস্ত্র বাড়িয়েছে চীন। এই বার্তা জানিয়ে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের এক বিবৃতির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সামরিক ও নিরাপত্তা উন্নয়নের বিষয়ে চীনের অবস্থা তুলে ধরে ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন সম্প্রতি পেন্টাগনে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব-এশিয়াবিষয়ক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী আব্রাহাম এম ডেনমার্ক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা লক্ষ করেছি ভারতের সীমান্তে চীন তাদের সক্ষমতা ও সেনা বাড়িয়েছে।’
ভারতের সীমান্তে চীনের সেনা বাড়ানোর প্রকৃত উদ্দেশ্য কী তা বোঝা খুব কঠিন বলে মনে করেন ডেনমার্ক।
তিব্বতে চীনের সেনা মোতায়েন বিষয়ে ডেনমার্ক বলেন, ‘এটা বলা খুবই মুশকিল যে এই ধরনের তৎপরতা অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণের জন্য পরিচালিত হচ্ছে কি না।’
ভারতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন বি চার্টারের সরফকে খুবই ইতিবাচক ও ফলপ্রসূ বলে অভিহিত করেন ডেনমার্ক। তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধন আরো জোরদার করতে যাচ্ছি। এটি কার হচ্ছে শুধুমাত্র চীনের কারণে নয়, বরং ওই অঞ্চলে ভারতের ভূমিকার গুরুত্ব বিবেচনায় নিয়েই তাদের সঙ্গে বন্ধন আরো শক্তিশালী করতে হবে।
ডেনমার্ক বলেন, বিশ্বব্যাপী চীন তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। শুধু ভারত নয়, পাকিস্তান সীমান্তেও এটি করা হচ্ছে। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সতর্ক করেছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে চীনের চার হাজার ৫৭ কিলোমিটার সীমান্তজুড়েই উত্তেজনা বিরাজ করছে বলে মনে করছে পেন্টাগন।