Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18lkখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ জুলাই পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মির্জা ফখরুল অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় তাঁর পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ অভিযোগ গঠনের শুনানি পেছানো জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন নির্ধারণ করেন।
মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, হাবিব-উন-নবী খান সোহেল।
মামলার এজাহার হতে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
পরে, ২০১৪ সালের ৫ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাশ ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করেন।