খোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: ভারতের তেলেঙ্গানা রাজ্যে পাথর ভর্তি একটি ট্রাকের সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ১৫ জন নিহত হয়েছেন।
শনিবার মধ্যরাতের এ ঘটনায় নিহতদের মধ্যে মহারাষ্ট্রের ওই পরিবারটির পাঁচ নারী ও সাত শিশু রয়েছেন, জানিয়েছে এনডিটিভি।
তেলেঙ্গানার আদিলাবাদ জেলার ভায়িনসা টাউনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন আদিলাবাদ জেলা পুলিশ সুপার তরুণ জোশি। অটোটিতে ১৮ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন তিনি।
এদের মধ্যে ঘটনাস্থলেই ১৪ জন এবং অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত অপর তিনজনকে পার্শ্ববর্তী নিজামাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার শিকার পরিবারটি অটোটি ভাড়া করে স্থানীয় একটি মন্দিদের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন জোশি।
ভায়িনসা গ্রাম পুলিশের স্টেশন সার্কেল ইন্সপেক্টর বিনোদ রেড্ডি জানিয়েছেন, নিহত ১৫ জনের মধ্যে পাঁচজন নারী, চারটি বালক ও তিনটি বালিকা রয়েছে।
মহারাষ্ট্র রাজ্য থেকে আসা এই পরিবারটি নিজামাবাদের একটি ইটখোলায় কাজ করতো বলে জানান তিনি।