Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: সব শঙ্কা দুরে ঠেলে টানা দ্বিতীয়বার স্প্যানিশ লিগের শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। শনিবার লুই সুয়ারেসের হ্যাটট্টিকে লিগের শেষ ম্যাচে গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। আর এই জয়েই শিরোপা নিশ্চিত হয়েছে তাদের। একই রাতে ছিল রিয়াল মাদ্রিদেরও ম্যাচ। শেষ ম্যাচের আগে বার্সার চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল। এই ম্যাচে বার্সা হারলে এবং রিয়াল জিতলে রিয়াল হতে পারতো চ্যাম্পিয়ন। ক্রিস্তিয়ানো রোনালদোর ২ গোলে দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। কিন্তু রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

এটা ছিল লিগের শেষ দিনের রোমাঞ্চের ম্যাচ। অনেক সময় শেষ ম্যাচে পাশা উল্টে যায়। গেলো ৪ ম্যাচে ১১ গোল করা সুয়ারেস অবশ্য তা হতে দেননি। ৪০ গোল নিয়ে প্রথম বারের মতো লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন উরুগুয়ের এই মহা তারকা। তাতে নিশ্চিত হয়েছে বার্সার শিরোপা ধরে রাখা বা লিগ শ্রেষ্ঠত্ব। তাদের ট্রফি কেসে উঠেছে ২৪তম লিগ শিরোপা। রোনালদো ৩৫ গোল নিয়ে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। সুয়ারেস নিশ্চিত করেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। গেলো দুই মৌসুমে যেটি জিতেছিলেন রোনালদো।
মাঝে টানা তিন ম্যাচে হেরে বার্সেলোনা শিরোপা হারানোর শঙ্কায় পড়েছিল। কিন্তু শেষ চার ম্যাচে ২১ গোল করে এবং একটিও না খেয়ে দুর্দান্ত ছিল তারা। সুয়ারেস যেখানে প্রধান নায়ক। লিওনেল মেসির দলে এবারের সবচেয়ে বড় তারকা তিনি। আট বছরের মধ্যে ষষ্ঠ লিগ শিরোপা তাই বার্সার।
গ্রানাদার মাঠে ২২ মিনিটে জরদি আলবার ঠেলে দেওয়া বলকে জালে জড়িয়ে লিড এনে দিয়েছিলেন সুয়ারেস। ওদিকে রোনালদো ৭ মিনিটে বাঁ পায়ের শটে গোল করে লিড পাইয়ে দিয়েছিলেন রিয়ালকে। ২৫ মিনিটে আবার গোল করেন রোনালদো। এবার হেডে। ওদিকে ৩৮ মিনিটে সুয়ারেস ২-০ গোল এগিয়ে দেন কাতালানদের। এবার হেডে গোল করেছেন তিনি। রোনালদো প্রথমার্ধের পর আর মাঠে নামেননি। সুয়ারেস খেলেছেন শেষ পর্যন্ত। এবং ৮৬ই মিনিটে নেইমার নিঃস্বার্থ ভাবে বল ঠেলেছেন সুয়ারেসের দিকে। তাকে হ্যাটট্টিক করাতেই। সুয়ারেস মিস করেননি। তখনই শিরোপা উৎসবে মেতেছে বার্সেলোনা