Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: স্প্যানিশ লা লিগার শেষ ম্যাচে গ্রানাডার বিপক্ষে জয় পাওয়ায় আরো একবার শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। সেই সুবাদে ক্লাবের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ শিরোপা সংখ্যার দিক দিয়ে ছাড়িয়ে গেলেন তার স্বদেশী ও সর্বকালের সেরা ফুটবলারদের একজন পেলেকেও।
শনিবার লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে ৩-০ গোলে গ্রানাডাকে হারায় কাতালানরা। আর আলভেজ জেতেন তার ক্যারিয়ারের ষষ্ঠ লা লিগা শিরোপা। এটি নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় মোট ৩০টি ট্রফির ছোঁয়া পেলেন তিনি। অন্যদিকে খেলোয়াড় থাকাকালীন সময়ে তিনবার বিশ্বকাপ জয়ী পেলের ট্রফির সংখ্যা ২৯।
এছাড়া একই দিনে ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার স্পর্শ করেছেন আরো একটি মাইলফলক। তার পাস থেকেই বল পেয়ে সুয়ারেজ ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। আর এটিই ছিল লা লিগায় আলভেজের শততম অ্যাসিস্ট।
ব্রাজিলিয়ানদের মধ্যে সফলতম এই ফুটবলার ন্যু ক্যাম্পে প্রথম নাম লেখান ২০০৮ সালে। এপর্যন্ত কাতালানদের জার্সি গায়ে গোল করেছেন ১৪টি। সব ধরনের প্রতিযোগিতায় তার মোট অ্যাসিস্টের সংখ্যা ২৪৬।