Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: হগুনার নোরডালের নাম হয়তো আজকের ফুটবলপ্রেমীদের কাছে তেমন পরিচিত নয়। তবে সুইডেনের এই স্ট্রাইকার এমন একটা রেকর্ড গড়েছিলেন, যা অক্ষত ছিল দীর্ঘ ৬৬ বছর। ইতালিয়ান সেরি আয় এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার সেই রেকর্ড এখন গনজালো হিগুয়াইনের অধিকারে। ফ্রোজিনোনের বিপক্ষে হ্যাটট্রিক করেই নতুন কীর্তির আনন্দে মেতে উঠেছেন নাপোলির আর্জেন্টাইন স্ট্রাইকার।
১৯৪৯-৫০ মৌসুমে ৩৫ গোল করে রেকর্ডটা গড়েছিলেন নোরডাল। শনিবার রাতে হ্যাটট্রিকের সুবাদে হিগুয়াইনের গোলসংখ্যা ৩৬টি। ৪-০ গোলের জয়ের সুবাদে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সরাসরি অংশগ্রহণও নিশ্চিত হয়ে গেছে নাপোলির।
একসময় শিরোপা জয়ের সম্ভাবনা জাগালেও ৮২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবকে। ৯১ পয়েন্ট সংগ্রহ করা জুভেন্টাস টানা পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলে সেরি আয় নিজেদের কীর্তিকে আরো উঁচুতে নিয়ে গেছে। ইতালিয়ান লিগে এটা ‘জুভ’দের রেকর্ড ৩২তম শিরোপা।
সেরি আর গোল্ডেন বুট বা সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের ইতালিয়ান নাম কাপোকানোনিয়েরে। ১৯৪৯-৫০ থেকে ১৯৫৪-৫৫ পর্যন্ত ছয় মৌসুমে পাঁচবার কাপোকানোনিয়েরে জিতে নিয়েছিলেন এসি মিলানের নোরডাল। সেরি আতে এটাও একটা রেকর্ড।
এমন একজন কীর্তিমানের রেকর্ড ভাঙতে পেরে হিগুয়াইন অভিভূত, ‘এই রেকর্ড ভাঙার জন্য আমি মরিয়া ছিলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমার পরিবারের সব সদস্য, ভক্ত, ক্লাব, সতীর্থ ও ক্লাবের কর্মকর্তাদের। এটা আমার ক্যারিয়ারের এক অসাধারণ মুহূর্ত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।