Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: একসঙ্গে ১৫ শতাংশ ভ্যাট চাপিয়ে দেওয়া হবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকার এমন কিছু করবে না যা বিনিয়োগের ক্ষেত্রে অন্তরায়।
আজ রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ কথা জানান। সেমিনারে শিল্প-বাণিজ্য, কৃষি, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ জানান, পর্যায়ক্রমে গ্যাস সংকট কেটে যাবে, অচিরেই ১০৮টি গ্যাসকূপ খনন করা হবে। একটি রুশ কোম্পানি এই কূপ খনন করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোর অবমূল্যায়নের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি বিনিয়োগকারীরা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর সাবেক অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান।