Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গুলশান বাসভবনে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বৈঠক করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় এ বৈঠক শুরু হয়ে ১০টার দিকে শেষ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ, বিএনপি নেতা এনাম আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই সূত্রটি আরো জানায়, বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার, চেয়ারপারসনের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের মামলার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে।