খোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধ ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সন্ত্রাসী হামলা হওয়ার আগেই প্রতিরোধ করা হবে।
সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে কাজ করবো। সন্ত্রাসী হামলায় আক্রান্ত না হয়ে ঘটনা ঘটার আগেই থেকেই প্রতিরোধ করবো। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে, আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।