Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33k খোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: ২০০৫ সালে আগমনের পর অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টি-টোয়েন্টি ক্রিকেট। ২০ ওভারের উত্তেজনাপূর্ণ-জমজমাট লড়াইয়ের প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে মানুষের। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে ব্যবসায়িকভাবেও বেশ লাভবান হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই সাফল্যে এতটাই অভিভূত হয়েছে যে, এখন তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে প্রতি দুই বছর পরপর। সেই হিসেবে ২০১৮ সালে বসতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর।

২০০৭ সালে আয়োজিত হয়েছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর থেকে মোট পাঁচবার আয়োজন করা হয়েছিল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। ২০১০ সাল থেকে প্রতি দুই বছর পরপরই আয়োজন করা হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ সালের পর পরবর্তী আসরটি আয়োজন করার কথা ছিল ২০২০ সালে। কিন্তু ব্যবসায়িক দিক বিবেচনা করে এখন নাকি চার বছর অপেক্ষা করতে চাইছে না আইসিসি। টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৮ ও ২০২২ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আলোচনা শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। গত মাসে দুবাইয়ে আইসিসির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।
সত্যিই এই পরিকল্পনার বাস্তবায়ন হলে প্রতিবছরই ক্রিকেটের একটি করে বড় আসর উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ। আর মাঝে ২০১৮ সালেও চলে আসতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ।