Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44kkখোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: ৩৪তম বিসিএসে উত্তীর্ণ ২ হাজার ২০ জনকে চাকরিতে নিয়োগের জন্য চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ১ জুন তাদের নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে হবে বলে সোমবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
২০১৩ সালের ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।
ওই বছরের ৮ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।
তবে প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটা-পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন বলে অভিযোগ উঠে। এনিয়ে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি।
এরপর প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল ১৪ জুলাই প্রকাশ করা হয়। নতুন এ ফল অনুযায়ী ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।
২০১৪ সালের ১৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হন।
পিএসসি বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করে। তাদের মধ্য থেকে এই ২ হাজার ২০ জনের সরকারি চাকরিতে নিয়োগের চূড়ান্ত আদেশ হল।
এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে শতাধিক জনকে এর আগে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।