খোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: এমন একটি গ্রাম কি কল্পনা করা যায় যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে আপনাকে নৌকা ব্যবহার করতে হবে। কারণ সেই গ্রামেতো নেই কলচালিত যানবাহন চলার মতো কোন রাস্তা। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। মাঝখান দিয়ে খালের মতো আর দুই পাশে গ্রাম। গ্রামটি নেদারল্যাণ্ডের পশ্চিমাংশে অবস্থিত। যানবাহন ছাড়া পানির এই গ্রামটির নাম হলো গিথর্ণ। গিথর্ণে নেই কোন রাস্তা, নেই যানবাহন, যতদূর চোখ যায় শুধু পানি আর দুপাশে কাঠের তৈরি ছোট ছোট গ্রাম।
এই গ্রামটিতে প্রায় দুহাজার ছয়’শ বাসিন্দা। প্রত্যেকের পরিবারেরই কাঠের তৈরি দ্বিতল ঘর আছে। প্রত্যেক পরিবারের রয়েছে নিজস্ব একটি বা দুটি করে নৌকা। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়তের জন্য তারা নৌকাগুলো ব্যবহার করে। এছাড়াও আছে ইঞ্জিনচালিত নৌকা। সবচেয়ে মজার ব্যাপার হলো কোন জায়গায় যাতায়তের জন্য নৌকাগুলো নিজেদেরই চালাতে হয়।