খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ মে ২০১৬: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ভবনে (বিজনেস স্টাডিজ ভবন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে ভবনের সপ্তম তলায় আগুন ধরে। আগুন দ্রুতই অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। র্ব্তমানে আগুনে চতুর্থ তলা থেকে সপ্তম তলা পর্যন্ত জ্বলছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।