খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ মে ২০১৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী মুকুল হত্যার ঘটনায় এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই জেএমবি সদস্যের নাম মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ।
সোমবার সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যার ঘটনায় গ্রেফতার মাসকাওয়াত হাসান সাকিব ১৬৪ ধারায় আদালতেও সে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানায়, সেই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। হত্যাকাণ্ডে সরাসরি ৪ জন অংশ নেয়।
গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগানে গলা কেটে হত্যা করা হয় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী মুকুলকে।