Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ মে ২০১৬: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঢাকতে সরকার আসলাম চৌধুরীকে নিয়ে নাটক বানিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর গোপন বৈঠক ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের খবর ছড়ানোর প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রিজভী বলেন, সরকার পতনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এখন কোনো ইস্যু তৈরি করে ঠেকানো যায় কিনা সে চেষ্টা করছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনা ঘটেছে তা ঢাকতেই সরকার আসলাম চৌধুরীকে নিয়ে নাটক বানিয়েছে। বিএনপির এ নেতা বলেন, ইসরায়েলি ওই নাগরিক ব্যবসায়ী। তাকে ভারতই আমন্ত্রণ জানিয়েছে। তার সঙ্গে প্রকাশ্যে কথা বলার মধ্যে কী অপরাধ? এখন যখন সেসব বিষয় খণ্ডানো হচ্ছে কেউ আর কথা বলছে না।