Tue. Aug 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বুধবার সকালে সিলেটে শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষক লাঞ্ছনার বিষয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত সফরে সিলেট আসার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে বিলম্বিত হয় তাঁর সফর। আজ সকালে সিলেট পৌঁছে প্রথমে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান তিনি। এ সময় নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সংসদ সদস্য সেলিম ওসমানের লাঞ্ছনা করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষককে অপদস্থ করা চরম অসভ্যতা।’
শিক্ষক অপদস্থ করার ঘটনাটি দণ্ডবিধিতে শাস্তিযোগ্য অপরাধ বলে গতকাল আইনমন্ত্রী আনিসুল হক যে মন্তব্য করেছিলেন তাঁর সঙ্গে তথ্যমন্ত্রী সহমত পোষণ করেন। তিনি বলেন, ‘নিজের হাতে আইন তোলার অধিকার কারোর নেই। নারায়ণগঞ্জে শিক্ষককে লাঞ্ছনা করার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। সরকার আইন নিজের হাতে তুলে নেওয়া অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের এক চুল ছাড় দেবে না।’

অন্যরকম