Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59k খোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: মোবাইল ফোনে কথা বললেই মাথায় ক্যানসার, টিউমার হয়। এমনটাই এতদিন ধারণা ছিল আমাদের। বৈজ্ঞানিকদের একাংশও বলে এসেছেন এমন কথা। কিন্তু এবার সমীক্ষায় নয়া তথ্য সামনে উঠে এল। জানা গেল, মাথায় ক্যানসার কিংবা টিউমারের জন্য কোনওভাবেই মোবাইল ফোন দায়ী নয়। খবর-অনলাইন
সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ৩০ বছর বয়সের ওপরে অনেকেই ব্রেন টিউমার বা ব্রেন ক্যানাসরের মতো রোগে আক্রান্ত হন। কিন্তু এর জন্য মোবাইল ফোন দায়ী নয়। এটা সম্পূ্র্ণ ভুল ধারণা। মোবাইল ফোন আবিষ্কারের আগে থেকেই আমাদের মধ্যে ব্রেন ক্যানসার দেখা দিয়েছিল। এক গবেষক এই প্রসঙ্গে বলেছেন, ‘মোবাইল ফোন থেকে এক ধরণের নন-আয়নিসিং রেডিয়েশন বের হয়। এই রেডিয়েশনের এনার্জি খুবই কম। এই রেডিয়েশন কোনওভাবেই আমাদের মস্তিষ্কের ক্ষতি করে না।’