Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

cab-5-300x165খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬: প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতি সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক বন্ধে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় রুলস অব বিজনেস, ১৯৯৬-এর সংশ্লিষ্ট ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আজ সকালে ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলে জানান ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, এ আইনের ২১ ধারায় প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠক করার বিধান রয়েছে। কিন্তু বৈঠকটি কোন জায়গায় হবে, তা সুনির্দিষ্টভাবে বলা নেই কিংবা বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতির আবশ্যকতার কথাও উল্লেখ নেই।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরো বলেন, এ বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী যখন তাঁর বাসভবন থেকে সচিবালয়ে যাওয়া-আসা করেন, তখন রাস্তার দুই পাশের সব গাড়ি বন্ধ করে দেওয়া হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ। সাপ্তাহিক এই বৈঠক প্রধানমন্ত্রীর সচিবালয়, সংসদ সচিবালয় অথবা অন্য কোনো স্থানে করলে জনদুর্ভোগ অনেকটা কমবে।
লিগ্যাল নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হলেও তাঁরা বৈঠকে উপস্থিত থাকছেন না। এ ছাড়া তাঁদের নিয়োগের বৈধতার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।