খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬: লেখক-প্রকাশক অভিজিৎ রায়সহ দেশে ব্লগার হত্যায় জড়িত অভিযোগে ‘আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি)’ ছয় সদস্যকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এবিটির শীর্ষ সারির দুই সংগঠক শরিফুল ওরফে সাকিব ও সেলিম ওরফে ইকবালকে ধরিয়ে দেয়ার জন্য পাঁচ লাখ টাকা করে এবং সদস্য সিফাত ওরফে সামির, আঃ সামাদ ওরফে সুজন, শিহাব ওরফে সুমন এবং সাজ্জাদ ওরফে সজিবের জন্য দুই লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে তথ্য দেয়ার জন্য ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ এবং ০২-৯৩৬২৬৪০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ফপফনংড়ঁঃয@ঢ়ড়ষরপব.মড়া.নফ.পড়স-এ ঠিকানায় ইমেইলও পাঠানো যাবে।
তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।