Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বর্তমান সরকারের আচরণের হুবহু মিল আছে। তিনি বলেন, জঙ্গিরা যেমন যে মতাদর্শে বিশ্বাস করে সেটা ছাড়া অন্য মতাদর্শকে বরদাস্ত করে না। অন্যদের হত্যা করে, রক্তপাত ঘটায়।
তেমনি এই সরকার গণতন্ত্রের নূন্যতম নিয়মকে মান্য না করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তারা সরকারের সমালোচনা সহ্য করে না, বিরোধী সহ্য করতে পারে না। বিচার বর্হিভূত হত্যা, গুপ্ত হত্যা, গুম ও খুনই হচ্ছে এই সরকারের শাসন পরিচালনার অন্যতম শর্ত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর শালবাগান এলাকায় নিহত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর পরিবারকে সমবেদনা জানানো শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। অধ্যাপক রেজাউল হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার দাবি করে তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত ও জনদৃষ্টিকে ঝাপসা করার জন্যে নয়, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, আমি এসেছি, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সহমর্মিতা ও শোকবার্তা নিয়ে। যদিও এ ঘটনার পরপরই দলের পক্ষ থেকে শোকবাণী দেয়া হয়েছে। তারপরও ঢাকা থেকে তিনি (খালেদা জিয়া) আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জীবন এভাবে চলে যাবে, এটা কখনো কাম্য হতে পারে না।
এ সময় রাজশাহী মহানর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, নিহত অধ্যাপক রেজাউল করিমের স্ত্রী হোসনে আরা ও মেয়ে রিজওয়ান হাসিন শতভিসহ অন্যরা উপস্থিত ছিলেন।