Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকার একটি রিসোর্ট থেকে অস্ত্র, গুলি ও তিনজন বান্ধবীসহ সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমীনের পুত্র সাফায়েত সরোয়ার রুমনকে (৩৫) আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৪৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন একটি রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। তবে, আটক অন্যান্যদের নাম-পরিচয় জানা যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরসা রিসোর্টে অভিযান চালিয়ে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তার মায়ের নামে লাইসেন্সকৃত পিস্তলসহ ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি এনাম বলেন, তার মামলার প্রস্তুতি চলছে। সার্বিক দিক বিবেচনা করে কি মামলা হবে, তা নির্ধারণ করা হবে।