Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kখোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা। স্বাধীনতার পর থেকে এত কঠিন সময় আর আসেনি। দেশে এখন নিরাপত্তা নেই, ধর্মীয় সহিংসতা চলছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হচ্ছে।’ দেশে গণতন্ত্র না থাকার কারণেই জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে শুক্রবার (২০ মে) দুপুরে এক আলোচনা সভায় এ সব কথা বলেন মাহবুবুর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।
‘মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র থেকে দেশ দূরে সরে যাওয়ার কারণেই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা এবং জঙ্গিবাদের উত্থান হয়েছে’ উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, ‘দেশতো এমন ছিল না। এ দেশ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। কেন এমন হলো? এর কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার শপথ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। এখন সেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশ দূরে সরে গেছে। সেই কারণে দেশের এ অবস্থা।
তিনি বলেন, ‘দেশ সংসদ আছে, গণতন্ত্র নেই। বিরোধী দল আছে কিন্তু তাদের ভূমিকা নেই। এ ভাবে রাষ্ট্র চলতে পারে না।’ বিএনপির এ নেতা বলেন, ‘গণতন্ত্র, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান সমার্থক শব্দ। আমরা এখন অন্ধকার-অমানিশার মধ্যে দিক খুঁজে পাচ্ছি না। সমাজিক অবক্ষয় হচ্ছে। ধর্মীয় অসহিষ্ণুতা, শিশু হত্যা, ধর্ষণে দেশ ছেয়ে গেছে। এখন মায়ের হাতে শিশু খুন হচ্ছে। কতবড় সামাজিক অবক্ষয়! এ অবস্থা থেকে উত্তরণে জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে।