Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39kখোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মিনহার গ্রুপের নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৃহস্পতিবারের সভায় তার নিয়োগ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সিএসইর পরিচালনা পর্ষদের সুপারিশের পরিপ্রেক্ষিতে চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশনস, ২০১৩ এর সংশ্লিষ্ট প্রবিধানসমূহ পরিপালনসাপেক্ষে এম সাইফুর রহমানকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন করেছে কমিশন।
এ বিষয়ে সিএসইর চেয়ারম্যানে মোহাম্মদ আবদুল মজিদ বলেন, “এখন আমরা তার নামে নিয়োগপত্র ইস্যু করব। তারপর তিনি আনুষ্ঠানিকভাবে সিএসইর নতুন এমডি হিসেবে যোগ দেবেন।”
এম সাইফুর রহমানকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।
২০১৫ সালের ৩০ নভেম্বর ওয়ালি-উল-মারুফ মতিন সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়েন।
ডিমিউচ্যুয়ালাইজেশনের (মালিকানা থেকে ব্যবস্থাপনাকে পৃথকীকরণ) পর তিনি হবেন সিএসইর তৃতীয় ব্যবস্থাপনা পরিচালক।
১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন এম সাইফুর রহমান। তিনি ১৯৯৫ সালে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সিএমএ ডিগ্রি নেন। তিন বছর পর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সিএ পড়া শেষ করেন।
সিএ পড়ার সময়ই তিনি হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে কর্মজীবন শুরু করেন।
২০ বছরের কর্মজীবনে এর আগে তিনি মিনহার গ্রুপের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
বর্তমানে মিনহার গ্রুপের নির্বাহী পরিচালকের পাশাপাশি মিনহার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন সাইফুর।
একইসঙ্গে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।