Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42kখোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: এবারের আইপিএলে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স জুটি যা করেছে তাতো রীতিমতো অবিশ্বাস্য। কোনো কল্পকথাকেও হার মানায় এমন বিধ্বংসী ব্যাটিং। বিরাটের সাথে ভারতের হয়ে মাঠে নামছেন ডি ভিলিয়ার্স! হ্যাঁ ঠিকই শুনেছেন। ভারতের নাগরিকত্ব পেতে চান এবি।
ভিমড়ি খাওয়ার মতো কথাটি বলেছেন স্বয়ং ডি ভিলিয়ার্সই। তবে তা নিছক মজা করার উদ্দেশ্যে।
মিস্টার নাগ নামে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ডিজিটাল টিমের একজন সম্প্রতি এবিকে প্রশ্ন করেছিলেন ভারতের বিরুদ্ধে সিরিজ, এরপর টি২০ বিশ্বকাপ আর এখন আইপিএল। প্রায় সাত মাসের বেশি সময় আপনি ভারতের মাটিতে রয়েছেন। এত দীর্ঘ সময় ধরে ভারতে রয়েছেন অথচ ভারতের নাগরিকত্ব নেবেন না কেন আপনি?
প্রশ্ন শুনেই ডি’ ভিলিয়ার্স জবাব দেন, ‘কেন নয়। আমি ভারতের নাগরিকত্ব নিতে চাই। এর জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলতে চাই।’
পুরো বিষয়টাই কিন্তু মজার ছলে বলেছেন এবিডি। এবারের আসরে এখন পর্যন্ত ৫৩৮ রান করেছেন ভিলিয়ার্স।