খোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: প্রতিপক্ষের রক্ষণে আরও ভয়ঙ্কর হয়ে ওঠা বার্সেলোনার ‘এমএসএন’ আক্রমণত্রয়ীর সাফল্যের রহস্য নিয়ে আলোচনার শেষ নেই। লুইস সুয়ারেসের মতে, ‘দলগত’ প্রচেষ্টাই এর মূল কারণ। নিজেদের মধ্যে ঈর্ষারও কোনো জায়গা নেই; উল্টো বিশ্বসেরা লিওনেল মেসির কাছ থেকে তার মতো নেইমারও শিখছেন বলে জানান উরুগুয়ের এই স্ট্রাইকার।
মেসি-নেইমার-সুয়ারেসে গড়া আক্রমণভাগের ধারাবাহিক পারফরম্যান্সে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। এই তিন জনের ছন্দে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ে দলটি। এপ্রিলের শুরুতে কিছুটা ছন্দ হারালেও শেষ দিকে তাদের ছন্দে ফেরার মধ্যে দিয়েই শিরোপা ধরে রাখা নিশ্চিত করে বার্সেলোনা।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা তিন জন মোট ১২২ গোল করে। এ মৌসুমে নিজেদের গোলের সংখ্যাটাকে ১৩০-এ নিয়ে গেছেন তারা। এখনও এক ম্যাচ বাকি থাকায় সংখ্যাটা আরও সমৃদ্ধ করার সুযোগও থাকছে। আগামী রোববার কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।
স্পেনের শীর্ষ লিগে ২৪তম শিরোপা জয়ের পথে সর্বোচ্চ ১১২ গোল করে বার্সেলোনা, যার মধ্যে ৯০টি করেন এই তিন জন। তাদের মধ্যে সর্বোচ্চ ৪০ গোল করে সুয়ারেস জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপীয় গোল্ডেন সু। মেসি ২৬ ও নেইমার ২৪ গোল করেন।
মৌসুম জুড়ে গোল করার পাশাপাশি গোল করানোতেও দারুণ কার্যকর ছিলেন সুয়ারেস, ১৬টি গোলে সহায়তা করেন তিনি। তবুও কোনোরকম আত্মতুষ্টি বা গর্ব নেই দুবার ইউরোপীয় গোল্ডেন সু জেতা এই তারকা। পাঁচবারের বর্ষসেরা তারকার কাছ থেকে বরং শিখছেন তিনি ও নেইমার।
ক্লাবের ওয়েবসাইটে সুয়ারেস বলেন, “নেইমারের সঙ্গে আমিও জানি মেসি বিশ্বের সেরা এবং আমরা তার কাছ থেকে শিখছি।”
মৌসুমের পুরোটা সময় প্রতিপক্ষের রক্ষণে ত্রাস হয়ে ছিল ‘এমএসএন’ নামে পরিচিত হয়ে ওঠা এই আক্রমণত্রয়ী।
এ সাফল্যের প্রসঙ্গে সুয়ারেস বলেন, “দলগত প্রচেষ্টায় মূল কারণ। আমাদের যে কেউ গোল করলেই আমরা খুশি হই। অন্য কেউ কিছু অর্জন করলে আমরা ঈর্ষান্বিত হই না, কারণ সেটাকে আমরা পুরো দলের সাফল্য হিসেবে উদযাপন করি।”