Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, ‘দেশে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য ড. ইউনুসকে নোবেল দেওয়া হয়েছে। তিনি শান্তির জন্য কি করেছেন? বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যদি কেউ নোবেল পুরস্কারের যোগ্য হন, তারা হচ্ছেন- শেখ হাসিনা ও সন্তু লারমা।’ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ৬নং গ্যালারিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে তারা দেশের তিন পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন। তারা যদি নোবেল পুরস্কার না পান, তাহলে তাদের এ অবদান কোনো অবস্থায় খাটো হয়ে যাবে না।’
যুদ্ধাপরাধীর বিচার ও বঙ্গবন্ধুর বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘কতিপয় বিচারক এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে অপারগতা প্রকাশ করেছেন। তাদের এমন আচরণে বিচার ব্যবস্থা কলঙ্কিত হয়েছে। শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন না করলে এই হত্যাকাণ্ডে জড়িত ঘৃণ্য ঘাতকদের বিচার হতো না। তিনি এই বিচার করে বিচাররিক প্রক্রিয়াকে স্বচ্ছ করেছেন, জাতিকে করেছেন কলঙ্কমুক্ত।’
যুবলীগের সমালোচনা করে এ্যাটর্নী জেনারেল বলেন, ‘এতো যুবক সেদিন কই ছিলো যখন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিলো? সেই নির্মম হত্যার পরে যদি কোনো যুবক বিচার চেয়ে রাজপথে নেমে প্রাণ দিতো তবে তাদেরকে আমরা জাতীয় বীর বলে সম্মাণিত করতে পারতাম। সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি।’
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।